সম্প্রতি বেসরকারি মোবাইল সার্ভিস প্রদানকারী সংস্থাগুলি প্রতিটি রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়েছে। এর ফলে সমস্য়া বেড়েছে বেসরকারি সার্ভিস ব্যবহারকারীদের। তবে সুবিধা একমাত্র BSNL-এ। কারণ ওই সরকারি সংস্থা তাদের রিচার্জ প্ল্যানে কোনও খরচ বৃদ্ধি করেনি। ফলে কিছুটা হলেও সুরাহা BSNL ব্যবহারকারীদের।
সম্প্রতি BSNL-এ একাধিক সুবিধার প্ল্যান রয়েছে। তার মধ্যে যাঁরা বেশি ডেটা ব্যবহার করেন তাঁদের জন্য সম্প্রতি একটি প্ল্যান লঞ্চ করেছে সংস্থাটি। যার মাধ্যমে 320GB ডেটা ব্যবহারের সুবিধা পাবেন।
নয়া এই প্ল্যানটির জন্য ব্যবহারকারীদের খরচ করতে হবে ৯৯৭টাকা। লং টার্ম ভ্যালিডিটির পাশাপাশি ডেটা, আনলিমিটেড কলিং, SMS-এর সুবিধা পাবেন।
কী কী সুবিধা পাওয়া যাবে ৯৯৭ টাকার প্ল্যানে?
এই প্ল্যানটির বৈধতা ১৬০দিন। ফলে এই প্ল্যানটি দিয়ে একবার রিটার্জ করলে পাঁচ মাস রিচার্জের ঝামেলা থাকবে না। ব্যবহারকারীরা দৈনিক 2GB করে ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। সুতরাং মোট ৩২০ GB ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও কলারটিউনেরও সুবিধা দেওয়া হবে।