সামনেই দীপাবলি। আর তার আগে কেনাকাটি তো শুরু করতেই হবে। পোশাক থেকে শুরু করে জুয়েলারি সবকিছুই থকবে শপিং লিস্টে। কিন্তু সেই তালিকায় যদি গ্যাজেটস না থাকে তাহলে হয় নাকি? পছন্দের ফোন থেকে শুরু করে ল্যাপটপ, স্মার্টটিভি কেনার জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে Flipkart। তাহলে আর দেরি কেন? বিপুল ছাড়ে পছন্দের গ্যাজেটস কিনুন এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে।
iPhone-এ অফার
স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দের তালিকার শীর্ষে থাকে iphone। কিন্তু দাম অন্য সমস্ত ফোনের থেকে একধাক্কায় অনেকটা বেশি। সেই কারণে iPhone কেনার কথা ভাবলেই অনেকে পিছিয়ে পড়েন। কিন্তু দীপাবলি অফারে এই স্মার্টফোন পেয়ে যাবেন বিপুল ডিসকাউন্টে। iPhone 15-এর দাম রাখা হয়েছে ৪৯৯৯৯টাকা। এছাড়াও MacBook M2-মডেলটিও কিনতে পারবেন বিপুল ছাড়ে। এছাড়াও ৯৯৯৯টাকারও কম দামে কিনতে পারবেন AirPods।
Samsung Galaxy-তে অফার
Samsung-এর এই ফ্ল্যাগশিপ ফোনটির দাম রাখা হয়েছে ৬৯ হাজার ৯৯৯টাকা। ফলে সাধ থাকলেও এই ফোন কেনার সাধ্য অনেকের নেই। তবে Flipkart এর অফারে এই ফোনটি কিনতে পারবেন ৩৭ হাজার ৯৯৯টাকায়। এছাড়াও Galaxy S23 FE-ফোনটিও বিক্রি করা হবে ২৯ হাজার ২৪৯টাকায়। এবং iPad 2021 মডেলটি বিক্রি করা হবে ১৭ হাজার ৪৯৯ টাকায়।
অন্য মডেলে অফার-
শুধু iPhone বা Samsung এর ফ্ল্যাগশিপ ফোনগুলির ক্ষেত্রে নয়, এছাড়াও মটোরোলা, Poco, oneplus, Samsung Galaxy-র একাধিক মডেলের উপর ছাড় দেওয়া হবে।
কবে থেকে শুরু হবে সেল?
Flipkart Big Diwali 2024 সেল শুরু হবে ২১ অক্টোবর থেকে। ওইদিন থেকে সর্বসাধারণের জন্য সেল ওপেন করা হবে। তবে যাঁরা Flipkart Plus অথবা VIP-অ্য়াকাউন্ট ব্যবহার করেন তাঁরা একদিন আগে থেকে অর্থাৎ ২০ তারিখ থেকেই Flipkart সেল-এর সুবিধা পাবেন।
কী কী ছাড় পাবেন?
সংস্থার তরফে জানানো হচ্ছে প্রতিটি প্রডাক্টের সঙ্গে ডিসকাউন্ট থাকবে। স্মার্টফোন এবং ইলেকট্রনিক্স ডিভাইসের সঙ্গে থাকবে আকর্ষণীয় ডিল। এছাড়াও যাঁরা SBI এর ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাঁরা অতিরিক্ত ছাড় পাবেন। এছাড়াও বেশ কিছু প্রডাক্টে EMI-এর সুবিধা পাবেন ক্রেতারা।
কতদিন পর্যন্ত চলবে অফার?
ফ্লিপকার্টের তরফে জানানো হয়নি কতদিন পর্যন্ত অফার চলবে। তবে দীপাবলি পর্যন্ত অফার দেওয়া হবে বলে মনে করছেন অনেকেই। কারণ এরপর ফের বড় সেল চালু হবে ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসে। সুতরাং চলতি বছরের শেষ বড় সেল Flipkart Diwali Sale 2024।