বহু সংস্থাই এখনও ওয়ার্ক ফ্রম হোম মোডে কাজ চালু রেখেছে। সেকারণে অনেকেরই বাড়ি থেকে কাজ করার জন্য প্রয়োজন একটি দুর্দান্ত ল্যাপটপ। যার মাধ্যমে অফিসের যাবতীয় কাজকর্মের পাশাপাশি অবসর সময়েও সিনেমা বা গেম খেলেও সময় কাটাতে পারবেন। ১৫ হাজার টাকার কমে এমনই ল্যাপটপ নিয়ে এসেছে Jio। মডেলটির নাম দেওয়া হয়েছে JioBook।
যখন JioBook লঞ্চ করা হয় তখন তার দাম ছিল ১৬ হাজার ৪৯৯ টাকা। কিন্তু উৎসবের মরশুমে বিশেষ ছাড় পাবেন গ্রাহকরা। এখন ওই মডেলটি কিনলে ২০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ মাত্র ১৪ হাজার ৯৯৯টাকায় পাবেন ক্রেতারা। এর সঙ্গে Amazon ও Flipkart এ অতিরিক্ত আরও সুবিধা পাওয়া যাবে। যাঁরা EMI এর মাধ্যমে কিনতে চাইছেন তাঁরাও প্রতি মাসে খুব অল্প খরচে এই ল্যাপটপটি কিনতে পারবেন।
JioBook এর ফিচার ও স্পেশিফিকেশন-