কলকাতায় পুজো মানেই ভিড়। সেই সময় বাস, মেট্রো, ট্রেন কিছুতেই তিল ধারণের জায়গা থাকে না। এই সময় অনেকেই ভরসা করেন ক্যাবের উপর। কিন্তু কলকাতায় ওলা কিংবা উবারের যা ভাড়া সেক্ষেত্রে মাথায় ভাবনা আসে বিকল্প কোনও উপায় হলে মন্দ হয় না। তাই এডিটরজিতে রইল এমন কিছু অ্যাপ ক্যাবের হদিস, যা করতে পারে আপনার সমস্যার সমাধান।
মেগা ক্যাব
কলকাতায় যে বিকল্প সংস্থার অ্যাপ ক্যাবগুলি চলে তার মধ্যে অন্যতম হল মেগা ক্যাব। যেখানে উবার গো-এর নূন্যতম ভাড়া ৪৭.২৫, সেখানে মেগা ক্যাব এর ন্যূনতম ভাড়া ২১ টাকা কিলোমিটার।
মেরু ক্যাব
যতটা রাস্তা যাবেন ঠিক ততটাই ভাড়া চার্জ করা হবে। ক্যাবের বাড়তি খরচ থেকে বাঁচতে ভরসা রাখতে পারেন মেরু ক্যাবে। অ্যাপ স্টোরে সহজেই মিলবে মেরু রেডিয়ো ট্যাক্সি, মেরু জনি ক্যাব অ্যাপ।
ক্লিয়ার কার রেন্টাল
এটি অ্যাপ ক্যাব নয়। এটি একটি সংস্থা। এখান থেকে সহজেই পূর্ণ বা অর্ধ দিনের জন্য গাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও বিমানবন্দর বা রেল স্টেশনে ড্রপ করা হয়। এক্ষেত্রে আপনাকে আগে থেকে ফোন মারফত বুকিং সারতে হবে।
র্যাপিডো
র্যাপিডো বাইক সার্ভিস অতিপরিচিত সংস্থা। কিন্তু র্যাপিডোর ক্যাব সার্ভিসও রয়েছে। পুজোয় ওলা কিংবা উবারের বদলে সহজেই কম খরচে র্যাপিডো ক্যাব বুক করে নিতে পারেন।
রেড ট্যাক্সি
কলকাতায় পুজো দেখা বা আরামদায়ক ভাবে ঘুরে বেড়ানোর জন্য ভরসা রাখতে পারেন রেড ট্যাক্সির উপরে। প্লে-স্টোরের এই অ্যাপের মাধ্যমে আপনি সহজেই ট্যাক্সি কিংবা ক্যাব বুক করতে পারবেন।