চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি নেমেই কাজ শুরু করে দিয়েছে বিক্রম। চাঁদের কোথায় কেমন তাপমাত্রা, জানাতে শুরু করেছে তাও। অনেকটাই কাছে রয়েছে ইসরোর চন্দ্রযান-৩। রবিবার ইসরো জানাল, চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রা কেমন তাও জানাতে শুরু করেছে বিক্রম।
চাঁদের মাটির উপরে এবং নীচে বিভিন্ন গভীরতায় তাপমাত্রা কতটা বদলাচ্ছে, তার একটা গ্রাফ পাঠিয়েছে বিক্রম, সেই গ্রাফ প্রকাশ্যে এনেছে ইসরো। তাতেই ধরা পড়ল, চাঁদের মাটি থেকে মাত্র ২০ মিলিমিটার গভীরে পৌঁছলেই তাপমাত্রা ওঠানামা করে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, ঠিক যেন বাংলার শরৎ কাল।
চাঁদের মাটির গভীরে ১০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছনোর ক্ষমতা রয়েছে বিক্রমের। বিজ্ঞানীদের দেওয়া হিসাব বলছে, চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যোদয় থেক সূর্যাস্ত হতে পৃথিবীর হিসাবে লাগে ১৪ দিন। কুমেরুতে রাতের তাপমাত্রা মাইনাস ৩০০ ডিগ্রি ফারেনহাইট। আবার চাঁদের মাটির নীচে খুবদ্রুত নামতে থাকে তাপমাত্রা। ৭০ মিলিমিটার গভীরে তাপমাত্রা হিমাঙ্ক ছুঁয়ে ফেলে।