পৃথিবীর চারদিকে চক্কর কাটা প্রায় শেষ চন্দ্রযান-৩-এর। ট্রান্সলুনার ইঞ্জেকশনের মাধ্যমে চন্দ্রযানকে ছুড়ে দেওয়া হবে চাঁদের কক্ষপথে। চাঁদের কক্ষপথে প্রবেশ করতে সময় লাগবে মোটামুটি ছয় দিন।
সোমবার মধ্যরাতে ট্রান্সলুনার ইঞ্জেকজন প্রক্রিয়া সম্পন্ন করবে ইসরো। মহাকাশযানটিকে ঠেলে চাঁদের কক্ষপথের দিকে পাঠানোর জন্য এই প্রক্রিয়াটি চলবে মোটামুটি ২৮ থেকে ৩১ মিনিট। অনেকটা গুলতি ছোঁড়ার মতো করে তাঁকে ছুড়ে দেওয়া হবে চাঁদের কক্ষপথের দিকে। লক্ষ্যচ্যুত হলেই চাঁদের দিকে না গিয়ে চন্দ্রযান ৩ চলে যেতে পারে মহাশূন্যেও।
ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর াধ্যাকর্ষণের শেষ বিন্দু পর্যন্ত পথকে ভাগ করা হয়েছিল ৫ ভাগে। গত ২৫ জুলাই পঞ্চম কক্ষপথে প্রবেশ করেছিল চন্দ্রযান ৩ এর।