মোবাইলের চার্জার কিংবা হেডফোন সহজেই ছিঁড়ে যায় কিংবা জড়িয়ে যায়। আবার কখনও কেবল ছিঁড়ে গেলে অজান্তে শকও লাগতে পারে। এসব থেকে নিজের চার্জার বাঁচাতে চাইছেন? তাহলে আপনি কিনতে পারেন চার্জার কেবল প্রোটেক্টর।
যে কোনও ই-কমার্স সাইটেই পেয়ে যাবেন এই চার্জার কেবল প্রটেক্টর। এটি মূলত স্পাইরাল। যেটি চার্জার বা হেডফোনের মধ্যে লাগিয়ে নিতে হবে। আর স্পাইরালের দুদিকে থাকে ছোট্ট ছোট্ট চোখ ধাঁধানো নানা আকৃতির গ্রাফিক্স করা কার্টুন কভার। যা শুধু চার্জার নয় সুরক্ষিত রাখবে অ্যাডপটরও।
আরও পড়ুন - গরমে কুল থাকবেন হেডফোনের মতো দেখতে এই ফ্যানে, কোথায় পাবেন? রইল হদিশ