এবার নতুন ফিচার আনতে চলেছে চ্যাটজিপিটি। AI-এর চ্যাটবোটে এবার আসবে 'রিড-অ্য়ালাউড'ফিচার। এই নতুন ফিচার্সের মধ্যে চ্য়াটবোটের সঙ্গে কথোপকথন করতে পারবেন ব্যবহারকারীরা।
কী কী নতুন ফিচার্স
OpenAI এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেছেন, চ্যাটজিপিটি 3.5 ও চ্যাটজিপিটি 4-এ এই সুবিধা পাওয়া যাবে। সংস্থা জানিয়েছে, পাঁচটি আলাদা ভয়েস টোনে কথা বলবে চ্যাটবোট। ৩৭টি ভাষায় পাঁচটি টোনে কথোপকথন করতে পারবেন ব্য়বহারকারীরা।
কীভাবে ব্যবহার করবেন
অ্য়ান্ড্রয়েড ও iOS ব্যবহারকারীরাও এই সুবিধা নিতে পারবেন। পাশাপাশি কম্পিউটারে Open AI ব্যবহারকারীদের এই সুবিধা দেবে। মোবাইল থেকে টেক্সট রেসপন্সে ক্লিক করে রিড অ্য়ালাউড অপশনে ক্লিক করলেই কথোপকথন শোনা যাবে।