নেটফ্লিক্সের পথে হাঁটতে চলেছে ডিজনি প্লাস হটস্টারও। বন্ধুদের সঙ্গে আর ভাগ করতে পারবেন না পাসওয়ার্ড। করতে গেলে বাড়তি টাকা গুনতে হবে।
কোভিডকালে একধাক্কায় সব ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেড়েছিল। কমবেশি সকলেই এখন ফোনেই দেখে নেন সিনেমা, ওয়েব সিরিজ বা খেলা। অধিকাংশ বন্ধুরা একসঙ্গেই সাবস্ক্রিপশন নেন। পাসওয়ার্ড ভাগ করে একটি অ্যাকাউন্ট ব্যবহার করেন। বর্তমানে একটি হটস্টার অ্যাকাউন্ট ১০জন ব্যবহার করতে পারেন। হটস্টার এবার সেই সংখ্যাটা কমিয়ে ৪ করার সিদ্ধান্ত নিতে পারে। শুধুমাত্র পরিবার সদস্যদের মধ্যেই পাসওয়ার্ড শেয়ার করা যাবে। সব ধরনের প্ল্যানের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।
আরও পড়ুন: আগামী বছর কবে থেকে আইপিএল ? কী বলছে বোর্ডের সূত্র ?
সম্প্রতি নেটফ্লিক্সও একই সিদ্ধান্ত নিয়েছিল। পাসওয়ার্ড শেয়ারিংয়ে বাধ্যবাধ্যকতা এনেছিল এই সংস্থা। সেই পথেই হাঁটতে চলেছে হটস্টারও। পরিসংখ্যান বলছে, ২০২৭ সালের মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম গুলি শুধু ভারতেই ৭ বিলিয়নের বেশি ব্যবসা করবে। দেশের সবথেকে বড় দর্শক হটস্টারেই আছে। দেশের ৩৮ শতাংশ মানুষ হটস্টার দেখেন। সংস্থার এই সিদ্ধান্তে নতুন প্ল্যান নিতে হবে অনেক গ্রাহককেই।