ট্যুইটার নাম বদলে 'এক্স' হওয়ার পর থেকেই একের পর এক চমক দিয়ে চলেছেন এলন মাস্ক। 'এক্স' -কে একটি সুপার অ্যাপে পরিণত করার লক্ষ্যে এবার বড় পদক্ষেপ মাস্কের। বৃহস্পতিবার এক্স-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও ফোন নম্বর ছাড়াই এক্স থেকে করা যাবে অডিও এবং ভিডিও কল। Android, iOS, PC বা Mac থেকে স্বচ্ছন্দে করা যাবে অডিও-ভিডিও কল।
খুব তাড়াতাড়ি ইউজার্সদের জন্য এই নতুন পরিষেবা আনতে চলেছে এক্স। এলন মাস্কের লক্ষ্য গোটা দুনিয়ার ডিজিটাল কমিউনিকেশনের বাজারকে ধরা৷ উদ্দেশ্য স্পষ্ট, ফেসবুকের বাজারটিও দখল করতে চান তিনি। তবে ফোন নম্বর ছাড়াই অডিও-ভিডিও কলের ফিচারটি ঠিক কেমন হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা করেছে। হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামের সঙ্গে এই নতুন ফিচার কতখানি তুলনীয়, তাও এখনও স্পষ্ট নয়।