বিশ্বের সর্বপ্রথম মানব মস্তিস্কে বসানো হল নিউরোলিঙ্ক চিপ। দীর্ঘদিন ধরেই ওই চিপ তৈরি এবং প্রতিস্থাপনের চেষ্টা করে যাচ্ছে এলন মাস্কের সংস্থা। এর ফলে মানব মস্তিস্কে বিভিন্ন চিন্তাভাবনা সরাসরি বিশেষ কম্পিউটারের পর্দায় ফুটে উঠবে। মূলত পক্ষাঘাতে আক্রান্ত রোগীদের মনের ভাব বুঝতে এবং তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপনে ওই চিপ তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে টেলিপ্যাথি।
চিপ প্রতিস্থাপনের খবর সর্বপ্রথম নিজের এক্স হ্যান্ডেলে জানান স্পেসএক্স কর্তা এলন মাস্ক। তিনি লিখেছেন, সর্বপ্রথম মানব মস্তিস্কে ওই চিপ প্রতিস্থাপন করা হয়েছে। এবং সেখান থেকে ইতিবাচক সাড়াও মিলছে।
কবে থেকে শুরু হয়েছে পরিকল্পনা?
২০১৬ সালে এই সংক্রান্ত একটি কম্পানি তৈরি করেন স্পেস এক্স কর্তা। এরপর প্রায় ২০২১ সাল থেকে এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন এলন মাস্ক। মানব শরীরে প্রতিস্থাপনের আগে বিভিন্ন ভাবে ওই চিপ পরীক্ষা করা হয়েছে।
কেন নিউরোলিঙ্ক তৈরি করা হয়েছে?
মূলত যাঁরা কথা বলতে পারেন না বা মনের ভাব ব্যাক্ত করতে পারেন না তাঁদের কথা মাথায় রেখেই এই চিপ তৈরি করা হয়েছে। কোনও মানুষ যা ভাবনা চিন্তা করবেন তা সরাসরি ফুটে উঠবে কম্পিউটারের পর্দায়।