বিশ্বজুড়ে ফের বিভ্রাটের মুখে এক্স হ্যান্ডেল। কোনও নির্দিষ্ট অঞ্চল নয়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ করেছেন এক্স গ্রাহকরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁরা নিজেদের অভিজ্ঞতার কথা পোস্ট করেছেন।
ব্যবহারকারীদের অনেকেই জানিয়েছেন, এক্স অ্য়াপ খুললেই কোনও থ্রেড দেখাচ্ছে না। পুরো স্ক্রিনজুড়ে শুধুই সাদা পেজ। অনেকে আবার অ্য়াপ খুলতেই পারছেন না ।
কী কী সমস্যা হচ্ছে ব্যবহারকারীদের?
ব্যবহারকারীরা জানিয়েছেন, তাঁরা কোনও পোস্ট করতে পারছেন না। এমনকি অন্য কারোর থ্রেড দেখতে পারছেন না। কখনও কখনও Something went wrong, Try Again লেখা দেখাচ্ছে স্ক্রিনে।
যদিও এক্সের তরফে এখনও কিছু জানানো হয়নি। কখন পুরো পরিস্থিতি স্বাভাবিক হবে সেবিষয়ে কিছু জানা যায়নি।