আরও উন্নত হয়ে উঠছে এলন মাস্কের তৈরি রোবট অপটিমাস। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন টেসলার CEO এলন মাস্ক। সেখানে দেখা গিয়েছে একটি টি শার্ট ভাঁজ করছে অপটিমাস। পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কীভাবে কাজ করে?
যদিও এল মাস্ক নিজেই জানিয়েছেন, ওই রোবট নিজে থেকে কাজ করতে পারে না। তবে খুব শীঘ্রই AI এর মাধ্যমে নিজেই সব কাজ শিখে নিতে পারবে অপটিমাস। যদিও এর পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলেছেন কর্মসংস্থান নিয়ে। কারণ সাধারণ মানুষের কাজ রোবটের মাধ্যমে সম্পন্ন হলে কর্মসংস্থানে ব্যাহত হতে পারে বলে মনে করছেন অনেকে।
Read More- স্মার্টফোন কেনার আগে তাড়াহুড়ো করবেন না, জেনে রাখুন এই বিষয়গুলো
ভিডিওতে কী দেখা যাচ্ছে?
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি টেবিলের সামনে দাঁড়িয়ে রয়েছে অপটিমাস। তারপর সেই রোবটটি ঝুড়ি থেকে একটি টি শার্ট তুলে ধীরে ধীরে ভাঁজ করছে। এবং প্রায় নিখুঁত ভাঁজ করতে সক্ষম ওই রোবটটি।