ফেসবুক ব্যবহার করেন না Gen Z এর এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া থেকে শুরু করে বিনোদন সব কিছুরই বিপুল ভান্ডার মেটার এই প্ল্যাটফর্মটি। বর্তমানে অনেকেই আবার উপার্জনের জন্যও ফেসবুক প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন। ভিডিও কন্টেন্ট আপলোড করে বিপুল অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে ফেসবুকে। ফুল স্ক্রিন ভিডিও দেখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
ফেসবুকে কী আপডেট?
এতদিন পর্যন্ত কোনও ভার্টিক্যাল ভিডিও শুধুমাত্র ফুলস্ক্রিন দেখা যেত ফেসবুকে। কিন্তু এবার থেকে হরাইজনট্যাল ভিডিও ল্যান্ডস্কেপ মোডে দেখা যাবে। এর ফলে অ্যাপে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও ভালো হবে বলে মনে করছেন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা।
ফেসবুকের তরফে জানানো হয়েছে, অ্য়াপ ভিডিও প্লেয়ারে পরিবর্তন করা হয়েছে। iOS এবং Android-এ এই সুবিধা পাওয়া যাবে। প্রথমে আমেরিকা এবং কানাডার ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। তারপর ধীরে ধীরে বিশ্বের বাকি দেশে নয়া এই ফিচার চালু করা হবে।