চাঁদ দেখা হয়ে গেল। ভারতীয় সময় রাত সাড়ে নটা। চাঁদের দেশে পাড়ি দিয়ে প্রথম ছবি পাঠিয়ে তাক লাগাল চন্দ্রযান-৩। সেই ভিডিও টুইট করল ইসরো। চাঁদের কক্ষপথে ঢোকার পর এই প্রথম ছবি পাঠাল ভারতের চন্দ্রযান। চাঁদের গা-ঘেঁষে থাকা অবস্থায় সেই ছবি পাঠাল ভারতীয় মহাকাশযান। রবিবার সেই ছবি টুইট করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
শনিবার সন্ধ্যায় চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান ৩। উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের মাধ্যাকর্ষণে প্রবেশ মহাকাশযানের। মূল গন্তব্যে পৌঁছতে অনেকটা সময় বাকি।
শনিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে চাঁদের কক্ষপথে ঢোকার প্রক্রিয়া শুরু হয়। মোট ১৮৩৫ সেকেন্ডে তা সফলভাবে করা গিয়েছে। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর থেকে ৬ গুণ কম।