অপেক্ষার অবসান। উৎসবের মরশুমে আকর্ষণীয় অফার নিয়ে হাজির হল ফ্লিপকার্ট। শুরু হয়ে গেল বিগ বিলিয়ন ডে সেল। আর এই সেলে সবচেয়ে আকর্ষণীয় ছাড় মিলছে আইফোন আর আইপ্যাডে। সঙ্গে থাকছে এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই-এর সুবিধাও।
আইফোন
আইফোন ১৫ প্রো-এর বাজার দর কমে হতে পারে ৮৯,৯৯৯ টাকা। আর আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম কমে হতে পারে ১,০৯,৯০০ টাকা। একই সঙ্গে আইফোন ১৫-এর দাম কমে হতে পারে প্রায় ৫০ হাজার। ডিস্কাউন্টে মিলতে পারে আইফোন ১৫ প্লাসেও।
এই অফারের পাশাপাশি HDFC ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা তাঁদের কার্ডে তাৎক্ষণিক ২,০০০ টাকা ছাড় পাবেন৷ এরপর পুরানো ডিভাইস দিয়ে নতুন আইফোন কিনলে অতিরিক্ত আরও ৩,০০০ টাকা ছাড় পাওয়া যাবে৷
শুধু আইফোন ১৫ নয়। আইফোন ১৬- র ১২৮ জিবি স্টোরেজ মডেলে ক্রেতারা ২৮,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এর সঙ্গে যুক্ত এক্সচেঞ্জ এবং কার্ডের বোনাস। তবে, আইফোন ১৬ কেনার ক্ষেত্রে এই এক্সচেঞ্জ অফার মিলবে ১৩ মডেলে। আর এই এক্সচেঞ্জের বদলে আইফোন ১৬- র দাম কমে হবে ৫১ হাজার টাকার আশপাশে।
আইপ্যাড
পুজোর আগে ধামাকা অফার আইপ্যাডে। মাত্র ১৮ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে iPad 9th Generation। বাজারে ২৪,০০০ টাকা দাম রয়েছে এই গ্যাজেটের। কিন্তু পুজোর আগেই এই গ্যাজেটের দাম কমেছে প্রায় পাঁচ হাজার টাকা।