নতুন ফোন (Mobile Phone) কেনার প্ল্যান করছেন ? কিন্তু কী ফোন কিনবেন বুঝে উঠতে পারছেন না ? চিন্তা করবেন না, কারণ অগাস্টেই লঞ্চ করছে আকর্ষণীয় ফিচার-সহ বেশ কয়েকটি নতুন ফোন । স্যামসাং, রেডমি, মোটোরলা বিভিন্ন কোম্পানি থেকে প্রায় ১০টি ফোন বাজারে (August Smart Phone Launch) আসছে অগাস্টেই । তাই ফোন কেনার ব্যাপারে আপনারাও পেয়ে যাবেন অনেকগুলো অপশন । সেক্ষেত্রে অগাস্টে কোন কোন ফোন লঞ্চ হচ্ছে, সেই তালিকাটা একবার দেখে নেওয়া যাক ।
১ অগাস্ট ভারতে লঞ্চ করছে Redmi 12 5G ফোন । এই ফোনে রয়েছে একটি বড় ৬.৭৯-ইঞ্চি FHD+ 90Hz ডিসপ্লে, একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি মজবুত গ্লাস ব্যাক প্যানেল । একই দিনে একইসঙ্গে লঞ্চ করবে Redmi 12 4G-ও
অগাস্টের প্রথম দিনই Motorola G14-ও লঞ্চ করছে ভারতে । এই ফোনে পেয়ে যাবেন ৬.৫ ইঞ্চি FHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে (LCD), একটি Unisoc T616 SoC, এবং একটি শক্তিশালী 50MP রিয়ার ক্যামেরা ৷ শক্তিশালী 5,000mAh ব্যাটারি রয়েছে এই ফোনের ।
আরও পড়ুন, Disney Hotstar Plus: নেটফ্লিক্সের পথেই হাঁটবে ডিজনি হটস্টার প্লাস, শেয়ার করা যাবে না পাসওয়ার্ড
নাথিং ফোনের সিরিজের দ্বারা অনুপ্রাণিত হয়ে Infinix GT 10 Pro ভারতে ৩ অগাস্ট লঞ্ করতে পারে । এই ফোনে রয়েছে ৬.৬৭-ইঞ্চি FHD+ 120Hz অ্যামোলেড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর 8050 চিপ ।
সামস্যাং ভারতীয় বাজারে Galaxy F34 5G চালু করতে প্রস্তুত । ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে । এছাড়াও রয়েছে 6,000mAh ব্যাটারি ।
আরও পড়ুন, WhatsApp Video Message Feature: হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ভিডিয়ো বার্তা, দেখুন কীভাবে
অগাস্টে আসছে iQoo Z7 Pro 5G । ফোনে একটি মিডিয়েটেক ডাইমেনসিটি 7200 SoC প্রসেসর থাকছে । এছাড়া, ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সহ একটি অ্যামোলেড ডিসপ্লে থাকবে ।
টেক জায়ান্ট টেকনো অগাস্টে Tecno POVA 5 সিরিজ ভারতে লঞ্চ করতে প্রস্তুত। Tecno POVA 5 Pro-এর স্বতন্ত্রতা হল এর রিয়ার ডিজাইন এবং LED লাইট । যার জন্য স্মার্টফোন উত্সাহীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ।
বহুল প্রত্যাশিত OnePlus Ace 2 Pro চিনে লঞ্চের জন্য প্রস্তুত। এটি উল্লেখযোগ্যভাবে উন্নত কুলিং সিস্টেম এবং পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয় । ফোনে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 এসওসি এবং অ্যান্ড্রয়েড 13-ভিত্তিক কালারওএস ।
OnePlus-এর প্রথম ফোল্ডেবল ফোন OnePlus Open । অগাস্টে তা লঞ্চ করবে বলে জানা যাচ্ছে । একটি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট থাকছে বলে খবর । বাজারে অন্যান্য ফোল্ডবেল ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে প্রস্তুত ওয়ান প্লাস ।
অগাস্টেই লঞ্চ হতে পারে Realme GT 5 । এমনই গুঞ্জন ছড়িয়ে । ফোনে ৬.৭৪ ইঞ্চি 144Hz OLED ডিসপ্লে এবং একটি Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে ।
Xiaomi Mix Fold 3 অগাস্টে লঞ্চের জন্য প্রস্তুত । এই ফোন নিয়ে বেশ উৎসাহী রয়েছেন ক্রেতারা ।