একটি নতুন ক্যামেরা বাজারে এনেছে FUJIFILM, যার নাম ইন্সট্যাক্স পাল ডিজিটাল ক্যামেরা। চটজলদি ঝট করে যাতে ছবি তোলা যায়, সেকথা মাথায় রেখেই এই ক্যামেরা ডিজাইন করা হয়েছে। এক্কেবারে ছোট্ট সাইজের এই ক্যামেরা, আপনি চাইলেই পকেটেও রাখতে পারবেন। এই ক্যামেরা থেকে ছবি প্রিন্টও করতে পারবেন।
OpenAI Model Sora: শব্দ শুনেই বানাবে ভিডিও, 'সোরা'কে সামনে আনল OpenAI
এই ডিজিটাল ক্যামেরায় , রিমোট মোডও রয়েছে। একটি মোবাইল APP এর সঙ্গে কানেক্ট করে নিলেই। সঙ্গে সঙ্গে ছবি দেখাবে মোবাইলে। সেলফি ক্যাপচার এবং ইমোজি, স্টিকার বা টেক্সট দিয়ে ছবি কাস্টমাইজ করতে পারবেন, ইন্টারভ্যাল মোডে তিন সেকেন্ড অন্তর পর পর অনেকগুলি ছবিও তুলতে পারবেন। এই ক্যামেরার দাম 10,999 টাকা।