ঠাকুর দেখার জন্য ইতিমধ্যে কলকাতায় ভিড় চোখে পড়ার মতো। রাস্তায় শুরু যানজট। ভিড় এড়াতে অনেকে ইতিমধ্যে ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে পুজোর মধ্যে ঠাকুর দেখার যে আমেজ তা থেকে বঞ্চিত হতে হচ্ছে অনেককে। সেই সমস্যা সমাধানে এবার VIP পাস নিয়ে এল ফোরাম ফর দুর্গোৎসব। নাম দেওয়া হয়েছে পুজো দেখার পাসপোর্ট। Paytm insider এর মাধ্যমে কিনতে পারবেন।
খরচ কত?
Paytm insider এ পুজো দেখার পাসপোর্টের দাম রাখা হয়েছে ৪৯৯টাকা। এর সাহায্যে মোট ৫৬টি পুজো দেখতে পারবেন। কোনও লাইন দেওয়ার প্রয়োজন নেই।
কীভাবে বুকিং করবেন?
সরাসরি insider.in ওয়েবসাইটে ঢুকে যান। সেখানে সার্চ অপশনে টাইপ করুন Durga Pujo Pass অথবা Pujo dekhar Passport। সেখানেই চলে আসবে পাসটি। পাশেই রয়েছে Buy now অপশন। ওই অপশনে ক্লিক করে পেমেন্ট করলেই হাতে পাবেন পুজো দেখার পাসপোর্ট।
তবে ৪৯৯ টাকায় শুধু একজন নয় একটি বুকলেটে মোট ৩জন প্যান্ডেল ও প্রতিমা দর্শন করতে পারবেন। অর্থাৎ প্রতিজনের জন্য খরচ ১৬৬টাকা ৩৩ পয়সা। ১৯ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত ওই পাস ব্য়বহার করা যাবে।