যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন তাঁদের প্রত্যেকেরই রয়েছে Gmail। একাধিক কাজের জন্য Gmail এখন প্রায় সকলেই ব্যবহার করেন। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাঁদের Gmail অ্য়াকাউন্ট থাকলেও সেভাবে ব্যবহার করা হয়না। তাদের জন্য বড়সড় বিপদ। কারণ ১ ডিসেম্বর থেকে লাখ লাখ অ্য়াকাউন্ট বন্ধ করে দেবে Gmail।
Google এর তরফে জানানো হয়েছে, যে সব অ্য়াকাউন্ট বিগত ২ বছর ধরে ব্যবহার করা হয়নি সেই সব অ্য়াকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তবে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে অন্তত একবার করে Gmail ব্যবহার করলে অ্য়াকাউন্ট বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।
Gmail বন্ধ হওয়া থেকে বাঁচতে কী কী করণীয়?