মহাসমারোহে দেশজুড়ে পালিত হচ্ছে ভারতের ৭৫তম প্রজাতান্ত্রিক দিবস।বিশেষ দিনে স্মৃতির সরণি দিয়ে হাঁটল গুগল ডুডল। পঁচাত্তর বছরে কত কী বদলেছে, আমূল পরিবর্তন এসেছে প্রযুক্তিতে, সেই বিবর্তনই ফিরে দেখল গুগল ডুডল।
আগে কী ভাবে দেখা হত ২৬ জানুয়ারির কুচকাওয়াজ? এত্ত বড় অ্যানালগ টিভি তে। তারপর এল এলইউডি টিভি, দিনে দিনে আরও স্মার্ট হয়ে উঠল বোকা বাক্স। আর এখন তো মুঠোফোনই মুশকিল আসান। প্রযুক্তির এমন দ্রুত বদলে যাওয়াই তুলে ধরল ডুডল। শিল্পী বৃন্দা জাভেরি (Vrinda Zaveri)) সনিপুন দক্ষতায় ফুটিয়ে তুললেন তা।
১৯৪৭ এর ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা পেলেও ১৯৫০ এর ২৬ জানুয়ারি থেকেই ভারতের সংবিধান চালু হল। তাই দিনটিকে আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়।