গুগলের AI জেমিনি নতুন মাইলস্টোন স্পর্শ করেছে। টেনথ এডিশন ইভেন্ট ছিল গুগলের। ইভেন্টে গুগল জানিয়েছে, তাঁদের লক্ষ্য জেমিনিকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া। জানা গিয়েছে, ৪০ শতাংশ ভারতীয় ভাষা আনতে চলেছে জেমিনি। বৃহস্পতিবার থেকে গুগল জেমিনিতে চালু হয়ে গেল হিন্দি ভাষা। অর্থাৎ হিন্দিতে কোনও প্রশ্ন করলে, তার উত্তর দেবে গুগল। এবার আরও কয়েকটি ভাষায় আসছে গুগল জেমিনি।
গুগল AI জেমিনি বর্তমানে ভারতে শুধুমাত্র হিন্দি ভাষাতেই রয়েছে। খুব তাড়াতাড়ি বাংলা, তেলুগু ও মারাঠি ভাষাতেও ইনপুট দেওয়ার সুযোগ দেবে গুগল। শুধু তাই নয়, এবার রিয়েল টাইম ওয়েদার আপডেটও দেবে গুগল। গুগল ম্যাপের সঙ্গেই আবহাওয়া সংক্রান্ত তথ্য দেবে গুগল। কোথায় কুয়াশা,কোথায় বন্যা পরিস্থিতি, তাও গুগল ম্যাপে দেখা যাবে। জানা গিয়েছে, গুগল ম্যাপে দুটি নতুন রিয়েল টাইম আপডেট এসেছে।
রোগ সংক্রান্তও একটি আপডেট এনেছে গুগল। দেশে এবার ক্যানসার, টিউবার কিউলোসিসের স্ক্রিনিংও দেখাবে গুগল। গুগল ইতিমধ্যেই ভারতের বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে গুগল। AI ব্যবহার করে এই দুরারোগ্য ব্যধির স্ক্রিনিং করবে গুগল। আগামী ১০ বছর ভারতে বিনামূল্যে এই রোগগুলির স্ক্রিনিংয়ের পরিকল্পনা করছে গুগল।
সদ্য ইউপিআই সার্কেলও লঞ্চ করেছে গুগল। দেশের ৩ কোটি ৫০ লক্ষ মানুষ গুগলের ইউপিআই ব্যবহার করে। এর মাধ্যমে আরও অনেক সুবিধা পাবেন ব্যবহারকারীরা। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তারাও এই ইউপিআই সার্কল ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে গুগল পে-র মাধ্যমে। এবার ৫০ লক্ষ টাকা গোল্ড লোনের জন্য আবেদন করতে পারবেন ব্যবহারকারীরা।
গুগল এবার সামনে এনেছে ইন্টারনেট সাথী। ৮০ হাজার মহিলাকে এই নিয়ে ট্রেনিংও দিয়েছে গুগল। এছাড়া AI স্কিল হাউজও তৈরি করেছে গুগল। এখানে পড়ুয়া ও অন্যদের AI ট্রেনিং দেবে গুগল।