সম্প্রতি লঞ্চ হয়েছে Google Pixel সিরিজের ফ্ল্যাগশিপ Pixel 9 Pro XL মডেলটি। আপাতত এই মডেলটি লঞ্চ করা হলেও Pixel 9 Pro, Pixel 9 Pro Fold এই দুটি মডেলও খুব দ্রুত হাতে পাবেন মোবাইলপ্রেমীরা। পুজোর বাজারে যদি নতুন ফোন কিনতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই Google এর এই ফ্ল্যাগশিপ মডেলটি সংগ্রহ করতে পারেন। তবে তার আগে জেনে নিন ওই মডেলটি সম্পর্কে বিস্তারিত তথ্য-
দাম-
Google Pixel 9 Pro XL মডেলটি একটি ভ্যারিয়েন্টই প্রকাশ করা হয়েছে। ওই ভ্যারিয়েন্ট রয়েছে 16GB RAM এবং 256GB স্টোরেজ। মডেলটির দাম রাখা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৯৯টাকা। Google এর তরফে তাদের ব্লগে জানানো হয়েছে, যে ইনবিল্ড 16GB RAM দেওয়া হয়েছে তার মধ্যে একাধিক AI কাজ সম্পন্ন হবে। এবং আগামী ৭ বছর Google এর তরফে OS আপডেটের সুযোগ দেওয়া হবে।
ফোনটির স্পেশিফিকেশন-
Google তাদের চিরাচরিত ডিজাইন থেকে সামান্য সরে এসেছে। সেক্ষেত্রে, কার্ভড ডিজাইন থেকে সরে গিয়ে ফ্ল্যাট ডিজাইনে তৈরি করা হয়েছে ফোনটি। রিয়ার ট্রিপল ক্যামেরায় অতিরিক্ত একটা বিট দেওয়া হয়েছে। তারসঙ্গে ইনবিল্ড ফ্ল্যাশও দেওয়া হয়েছে।
Google Pixel 9 Pro-ফোনটিতে রয়েছে Tensor G4 NPU ইউনিট। এরসঙ্গে AI- ফিচার্সে ভরপুর রয়েছে। ব্লগে জানানো হয়েছে, ফোনটি NPU ইউনিটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যাবতীয় AI ফিচার্স সঠিকভাবে কাজ করে।
কী কী AI ফিচার্স দেওয়া হয়েছে?
স্মার্টফোন বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফোনের প্রতিটি অংশে AI সংযুক্ত করা হয়েছ। ক্যামেরা থেকে শুরু করে, ফোটো অ্য়াপ, ওয়েদার অ্য়াপ, কলিং এবং মেসেজিং অ্য়াপ সহ যাবতীয় ফিচারে AI অ্য়াড করা হয়েছে।
এরসঙ্গে ব্যবহারকারীদের সুবিধার জন্য ম্যাজিক এডিটর, ভিডিয়ো বুস্ট ফিচার অ্য়াড করা হয়েছে।