নতুন একটি অ্য়াপ লঞ্চ করতে চলেছে টেক জায়ান্ট Google। Youtube এর মতো এই অ্য়াপের মাধ্যমেও টাকা রোজগার করা সম্ভব। নতুন অ্য়াপটির নাম দেওয়া হয়েছে গুগল টাস্ক মেট (Google Task Mate)। আপাতত বিটা ভার্সনে রয়েছে অ্য়াপটি।
নয়া এই অ্য়াপটি মূলত গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস অ্য়াপের মতোই। ওপিনিয়ন রিওয়ার্ডস অ্য়াপে বিভিন্ন সার্ভের জবাব দিতে হয় ব্যবহারকারীদের। তারপরেই নির্দিষ্ট গন্ডি পেরোলেই টাকা ঢুকতে শুরু করে অ্য়াকাউন্টে। ঠিক একই ভাবে নয়া অ্যাপে বেশ কিছু টাস্ক দেওয়া থাকবে। সেগুলি শেষ করলেই জমবে টাকা। সেই টাকা নিজের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ট্রান্সফারও করে নিতে পারবেন ব্যবহারকারীরা।
কী কী কাজ করতে হবে?
এখনও স্পষ্ট করে কোনও ধারণা পাওয়া যায়নি। তবে মূলত ভয়েস ক্লিপ রেকর্ড, দোকানের ছবি তোলা, কোনও লোকেশনের ছবি তোলা ইত্যাদি কাজ করতে হবে।
বর্তমানে এই অ্য়াপটি Google Play Store থেকে ডাউনলোড করা সম্ভব। কিন্তু শুধুমাত্র Invite Only অ্য়াকসেস দেওয়া হচ্ছে। অর্থাৎ ইতিমধ্য়ে কোনও ব্যবহারকারী ইনভাইট করলে তবেই ব্যবহার করতে পারবেন।