এবার নতুন ফিচার আসছে গুগল মেসেজে। কনট্যাক্ট লিস্টে নম্বর সেভ করা না থাকলে, তাঁদের নাম দেখাবে গুগল। গুগল মেসেজের বিটা ভার্সনের এই সুবিধা পাওয়া যাবে।
তবে অন্যদের নাম দেখার ক্ষেত্রে প্রোফাইল ডিসকভারি বলে একটা অপশন অন থাকতে হবে। তবেই তাঁর নাম গুগল মেসেজে দেখা যাবে।
কী করে করবেন
প্রোফাইল পিকচারের ডানদিকে ক্লিক করতে হবে। এরপর মেসেজ সেটিংসে যেতে হবে। অ্যাডভান্স ট্যাবে ক্লিক করে এই প্রোফাইল ডিসকভারি অপশন খুলতে হবে।
গত মাসে এই নিয়ে পপ আপ দিয়েছিল গুগল। গুগল ব্যবহারকারীদের জানিয়েছিল, অচেনা কোনও নম্বরের পাঠানো কোনও লিঙ্কে ক্লিক করবেন না।