ফোন মানেই খুব ব্যক্তিগত। কারণ স্মার্টফোনেই যত্নে রাখা হয় ছবি এবং ভিডিয়ো। তাই আজ রইল এমন একটি ট্রিকস যেটির সাহায্যে আপনি নিজের ব্যক্তিগত ছবি এবং ভিডিয়ো অনায়াসেই গোপন করে রাখতে পারবেন। তাও আবার গুগল ফটোসের লক ফোল্ডারে।
কী ভাবে ব্যক্তিগত ফটোস এবং ভিডিয়ো লক করে রাখবেন?
প্রথমে গুগল ফটোসে গিয়ে লাইব্রেরি অপশনে ক্লিক করে লক অপশনে ক্লিক করুন। এবার লক ফোল্ডার সেট করে নিন। প্রথমে ফোল্ডার খালি দেখাবে। তবে আপনার ফোন আনলক থাকলে কোনও ভাবে লক ফোল্ডার সেটআপ করা যাবে না। কারণ স্ক্রিন লক এবং গুগল ফটোসের লকে একই প্যাটার্ন বা পিন রাখতে হবে। এবার পিন সেট হয়ে গেলে ছবি এবং ভিডিয়ো সহজেই গোপন করে রাখতে পারবেন।