অনলাইনের বিভিন্ন অ্য়াপ থেকে লোন নিয়ে সমস্যায় পড়ছেন অনেকেই। একাধিক প্রতারণার ঘটনা ঘটেছে বিগত দিনে। এবার সেই সব অ্য়াপের মাধ্যমে প্রতারিত সংখ্যা কমাতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে,জালিয়াতির সঙ্গে জড়িত অ্য়াপগুলির কোনও বিজ্ঞাপন যেন সোশাল মিডিয়ায় না দেখানো হয়।
এবিষয়ে একটি লিখিত নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি জানিয়েছেন, ওই অ্য়াপগুলি যাতে কোনও সাধারণ মানুষের নজরে না আসে তার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন অ্য়াপ থেকে টাকা ধার নিয়ে প্রতারণার শিকার হতে হয়েছে অনেককে। টাকা শোধ করার পরেও অতিরিক্ত টাকা দাবি করা হয়েছে। এমকি টাকা না দিতে চাইলে ছবি বিকৃতি করারও অভিযোগ উঠেছে ওই অ্য়াপগুলির বিরুদ্ধে।