ডিজিট্যাল পেমেন্টে জালিয়াতি রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এমনই খবর জানিয়েছে, দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস। জানা গিয়েছে, UPI-এ নতুন কোনও রিসিভারকে ৪ ঘণ্টা পর্যন্ত ২০০০ টাকার বেশি ট্রান্সফার করা যাবে না। সেক্ষেত্রে কোনও ব্যবহারকারী ২০০০ টাকার বেশি ট্রান্সফার করলে সেই টাকা জমা পড়বে না রিসিভারের অ্য়াকাউন্টে।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যাঁদের সঙ্গে UPI এর মাধ্যমে প্রথম লেনদেন করা হবে শুধুমাত্র তাঁদের জন্যই চার ঘণ্টার উইন্ডো থাকবে। এবং ওই চার ঘণ্টার মধ্যে পাঠানো টাকা ফিরিয়ে নেওয়া সম্ভব হবে।তবে শুধু UPI নয়, অন্য রিয়েল টাইম মানি ট্রান্সফারেও এই নিয়ম লাগু করা হবে।
NEFT-র সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পদ্ধতি চালু করা হচ্ছে। তবে ২০০০ টাকার নীচে লেনদেনের ক্ষেত্রে কোনও নতুন নিয়ম লাগু করা হয়নি।