ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম গুলিতে দারুণ ছাড়ে আইফোনের একাধিক মডেল পাওয়া যাচ্ছে। ফলে অনেকেই এই সময় অ্যান্ড্রয়েড থেকে আইওএসে সুইচ করছেন। কিন্তু আইওএস বেছে নেওয়ার ক্ষেত্রে কয়েকটি ভ্রান্ত ধারণা রাখেন অনেকেই। আজ জেনে নেওয়া যাক এমন কয়েকটি ধারনার বিষয়।
আইফোন মানেই দুর্দান্ত ক্যামেরা
অনেকেই ধারণা রাখেন, আইফোন মানেই দুর্দান্ত ক্যামেরা। অ্যাপেলের ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভাল। কিন্তু আইফোনের বাজার দর অনুযায়ী, ওই টাকায় আপনি অ্যান্ড্রয়েডেও ভাল কোয়ালিটির ক্যামেরা পেতে পারেন।
অ্যাপেল হ্যাক
আইফোনের সিকিউরিটি অবশ্যই ভাল। আপনার আইফোনে কোনও ম্যালওয়্যার অ্যাপ নিজে থেকে ইন্সটল করতে পারবেন না। তবে, কোনও ভুল লিঙ্ক বা ম্যালওয়্যার ফোনে ঢুকে গেলে সহজেই ফোন হ্যাক করা সম্ভব।
আইফোনের ব্যবহার
অনেকেই মনে করেন, অ্যান্ড্রয়েড ফোন খুব বেশিদিন টেঁকে না। সেক্ষেত্রে আইফোন অনেক বছর ব্যবহার করা যায়। এমনকি আইফোন স্লো হয় না। এটি একেবারেই ভ্রান্ত ধারণা।
আইফোনের ব্যাটারি
আইফোনে চার্জ খুব বেশিক্ষণ থাকে না। ফোন খুব ফাস্ট হওয়ার কারণে সুহজেই ব্যাটারি কমতে শুরু করে এই সমস্যা সকলেরই জানা। কিন্তু আইফোনের ব্যাটারি খারাপ হওয়ারও সম্ভবনা থাকে, এমনকি সম্প্রতি অ্যাপলের স্মার্টফোনে বেশ কিছু গ্রিন লাইন ইস্যু দেখা গিয়েছে।
আইফোনের সিকিউরিটি
আইফোন ব্যবহারকারীরা জানেন অ্যাপেলের সিকিউরিটি অত্যন্ত কড়া। কিছু ক্ষেত্রে আপনি নিজের পাসওয়ার্ড ভুলে গেলেও বিস্তর ঝামেলা পোহাতে হয়। এমনকি অনেক অ্যাপেল আইডি-ও ডিসেবেল হয়ে যেতে পারে। ফলে আপনি সিকিউরিটির কারণে আপনার ডেটা হারাতেও পারেন।