Internet Tips: বাড়িতে রয়েছে দামী রাউটার, তারপরেও ইন্টারনেট স্পিড কম? মাথায় রাখুন কয়েকটি বিষয়

Updated : Oct 02, 2023 19:27
|
Editorji News Desk

বিভিন্ন কাজের প্রয়োজনে এখন ইন্টারনেট মাস্ট। এর ফলে অনলাইনেই যাবতীয় কাজ বাড়িতে থেকেই করা সম্ভব। তারজন্য প্রয়োজন হাইস্পিড ইন্টারনেট পরিষেবা। বহু সংস্থা এখন কম খরচে বাড়িতে ব্রডব্যান্ড পরিষেবা দেয়। কিন্তু অনেকসময় তাতেও সমস্যা দেখা দেয়। অনেকেই অভিযোগ করেন, বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন থাকলেও স্পিড খুবই কম। 

রাউটারের একাধিক সমস্যার কারণে ইন্টারনেট স্পিড কম হতে পারে। তার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখলেই সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। স্পিড কম হওয়ার জন্য প্রথমে মাথায় রাখতে হবে মোট কতগুলি ডিভাইস রাউটারের সঙ্গে যুক্ত রয়েছে। এর জন্য রাউটারের ইউজার ম্যানুয়াল ভালো করে পড়া দরকার। কারণ সেখানেই এবিষয়ে জানানো থাকে মোট কতগুলি ডিভাইস একসঙ্গে কানেক্ট করা যাবে। এছাড়াও, রাউটারের অবস্থান সম্পর্কেও ওয়াকিবহাল থাকতে হবে। সব ঘর থেকে সঠিক ইন্টারনেট স্পিড পেতে হলে বাড়ির ঠিক মাঝখানে রাউটার রাখার ব্যবস্থা করুন। এই বিষয়গুলি মাথায় রাখলে ইন্টারনেট স্পিড কম হওয়ার সম্ভাবনা থাকে না। 

একনজরে দেখে নিন সঠিক ইন্টারনেট স্পিড পেতে হলে কী কী করণীয়? 
১) বাড়ির ঠিক মাঝে রাউটার রেখে দিন 
২) অতিরিক্ত সংখ্যক ডিভাইস রাউটারের সঙ্গে সংযুক্ত করবেন না। 
৩) দীর্ঘক্ষণ একটানা রাউটার চালিয়ে রাখবেন না। নির্দিষ্ট সময় অন্তর অন্তত ১০ মিনিট করে অফ রাখুন। 
৪) সাধারণ কেবেল দিয়ে কানেকশন না নিয়ে ব্রডব্যান্ড পরিষেবার জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা উচিত। 

Internet

Recommended For You

editorji | প্রযুক্তি

Zomato: ডেটিং সাইট Zomato? ডেলিভারি দিচ্ছে গার্লফ্রেন্ড! গোপন রিপোর্ট প্রকাশ্যে

editorji | প্রযুক্তি

EPFO pension: বিরাট পরিবর্তন ২০২৫-এ, এগুলি জানলে পেনশন পেতে সুবিধা আপনারই

editorji | প্রযুক্তি

WiFi Router: রাতে রাউটার অন রাখবেন না, কারণ জানলে চমকে উঠবেন

editorji | প্রযুক্তি

WhatsApp: চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে Whatsapp, কারণ কী?

editorji | প্রযুক্তি

PVC PAN Card apply: নিজের কাছে রাখুন এই ধরনের PAN কার্ড, সহজেই মিটবে সব কাজ