বিভিন্ন কাজের প্রয়োজনে এখন ইন্টারনেট মাস্ট। এর ফলে অনলাইনেই যাবতীয় কাজ বাড়িতে থেকেই করা সম্ভব। তারজন্য প্রয়োজন হাইস্পিড ইন্টারনেট পরিষেবা। বহু সংস্থা এখন কম খরচে বাড়িতে ব্রডব্যান্ড পরিষেবা দেয়। কিন্তু অনেকসময় তাতেও সমস্যা দেখা দেয়। অনেকেই অভিযোগ করেন, বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন থাকলেও স্পিড খুবই কম।
রাউটারের একাধিক সমস্যার কারণে ইন্টারনেট স্পিড কম হতে পারে। তার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখলেই সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। স্পিড কম হওয়ার জন্য প্রথমে মাথায় রাখতে হবে মোট কতগুলি ডিভাইস রাউটারের সঙ্গে যুক্ত রয়েছে। এর জন্য রাউটারের ইউজার ম্যানুয়াল ভালো করে পড়া দরকার। কারণ সেখানেই এবিষয়ে জানানো থাকে মোট কতগুলি ডিভাইস একসঙ্গে কানেক্ট করা যাবে। এছাড়াও, রাউটারের অবস্থান সম্পর্কেও ওয়াকিবহাল থাকতে হবে। সব ঘর থেকে সঠিক ইন্টারনেট স্পিড পেতে হলে বাড়ির ঠিক মাঝখানে রাউটার রাখার ব্যবস্থা করুন। এই বিষয়গুলি মাথায় রাখলে ইন্টারনেট স্পিড কম হওয়ার সম্ভাবনা থাকে না।
একনজরে দেখে নিন সঠিক ইন্টারনেট স্পিড পেতে হলে কী কী করণীয়?
১) বাড়ির ঠিক মাঝে রাউটার রেখে দিন
২) অতিরিক্ত সংখ্যক ডিভাইস রাউটারের সঙ্গে সংযুক্ত করবেন না।
৩) দীর্ঘক্ষণ একটানা রাউটার চালিয়ে রাখবেন না। নির্দিষ্ট সময় অন্তর অন্তত ১০ মিনিট করে অফ রাখুন।
৪) সাধারণ কেবেল দিয়ে কানেকশন না নিয়ে ব্রডব্যান্ড পরিষেবার জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা উচিত।