সারাক্ষণই যাদের ল্যাপটপ ব্যবহার করতে হয়, তাঁরা জানেন কি-বোর্ডের গুরুত্ব। হঠাতই কি-বোর্ড কাজ করা বন্ধ হয়ে গেলে কী করবেন?
রিব্যুট : প্রথমেই ল্যাপটপ রিব্যুট করুন , কেননা অনেক সময় বেশিক্ষন কাজ করলে হ্যাং করতে পারে।
নিয়মিত কি-বোর্ড পরিষ্কার করুন : যারা নিয়মিত কি-বোর্ড ব্যবহার করেন নিয়মিত পরিষ্কারও করুন। টুথপিক , ইয়ার বার্ডস দিয়ে নিয়মিত পরিষ্কার করুন।
কি-বোর্ড সেটিংস: কি বোর্ড সেটিংসে সমস্যা হলে কাজে গোলমাল হয়। সেক্ষেত্রে স্টার্ট মেনুতে কন্ট্রোল প্যানেলে গিয়ে কিবোর্ডের অপশন খুঁজে সেটিংস ঠিক করে নিন।