অন্যতম প্রয়োজনীয় ডিভাইসের মধ্যে রয়েছে ল্যাপটপ। অফিসের কাজকর্ম থেকে শুরু করে ব্যক্তিগত কাজ ও ব্যবসায়িক কারণে অনেকেই ল্যাপটপ ব্যবহার করেন। নিয়মিত ল্যাপটপ পরিষ্কার না রাখলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। তবে ল্যাপটপ পরিষ্কার করার সময় কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। তাহলে আপনার ল্যাপটপ চলবে দীর্ঘদিন।
ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার সময় সাধারণ কাপড় ব্যবহার করবেন না। অবশ্যই মাইক্রোফাইবার কাপড় সঙ্গে রাখুন।
স্ক্রিনে সরাসরি কোনও লিকুয়িড স্প্রে করবেন না। এতে স্ক্রিন নষ্ট হতে পারে। পরিবর্তে মাইক্রোফাইবার কাপড়ে লিকুয়িড নিয়ে তা দিয়ে স্ক্রিন পরিষ্কার রাখুন।
কোনও শক্ত বস্তু দিয়ে কি বোর্ডের ভিতরের অংশ পরিষ্কার করা ঠিক নয়। সেক্ষেত্রে কিবোর্ড ক্লিনিং ব্রাশ ব্যবহার করতে পারেন।
স্পিকার বা কোনও পোর্ট পরিষ্কারের জন্য সাধারণ তুলো ব্যবহার করতে পারেন। কারণ পোর্টে একাধিক সার্কিট থাকে। বেশি কঠিন বস্তু থাকলে সমস্যা হতে পারে।