Youtube-এ ভ্লগ বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। অনেকেই পাকাপাকিভাবে অর্থ উপার্জন করতে এই পথ বেছে নিয়েছেন। অনেকেই আবার দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ইউটিউবের মাধ্যমে অর্থ উপায় করতে পারছেন না। কিন্তু মাত্র ২টি বিষয় মাথায় রাখলেই ইউটিউব থেকে টাকা উপায় সম্ভব।
কী কী লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে?
Youtube থেকে অর্থ উপার্জনের জন্য দুটি লক্ষ্যমাত্রা পূরণ করতে হয়। প্রথমত এক হাজার সাবস্ক্রাইবার এবং এক বছরের মধ্যে ৪ হাজার ঘণ্টা ভিউ টাইম হতে হবে। এবং এই লক্ষ্যমাত্রা পূরণ হলেই ইউটিউব থেকে টাকা উপায় সম্ভব। সমস্ত ব্যবহারকারী এই নিয়ম মানলে প্রতি মাসে মোটা টাকা উপায় করতে পারবেন।
অন্যদিকে লং ভিডিওর বদলে শুধুমাত্র শর্ট ভিডিও দিয়েও টাকা উপায় করা সম্ভব। এর জন্য বিগত ৯০ দিনের মধ্যে ১০ মিলিয়ন ভিউ থাকতে হবে। সেখান থেকেও টাকা রোজগার সম্ভব।