SmartPhone Security: আচমকা স্মার্টফোন হারিয়েছে! কীভাবে ট্র্যাক করবেন ফোন, না পেলে এভাবে মুছে দিন ডেটা

Updated : Aug 01, 2024 06:38
|
Editorji News Desk

মোবাইল বা স্মার্টফোন ছাড়া এখন দুনিয়া অচল। রাস্তাঘাটে সব কাজেই লাগে স্মার্টফোন। বাজার, ট্রেনের টিকিট, রেস্তোরাঁ, চিকিৎসা, স্কুল-কলেজ সব জায়গাতেই লাগে স্মার্টফোন। আর তাই স্মার্টফোনে থাকে গুরুত্বপূর্ণ তথ্য। এই স্মার্টফোন হারিয়ে গেলে বিপদে পড়তে হয় সবাইকেই। ফোন হারানোর যন্ত্রণা অনেক। ফোনে নিজের ডেটা কীভাবে সুরক্ষিত রাখবেন। স্মার্টফোন হারালেও, অন্য কারও হাতে পড়বে না ডেটা। নিজের ফোন ট্র্যাকও করতে পারবেন।

ফাইন্ড মাই ডিভাইস

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগলের ফাইন্ড মাই ডিভাইস টুলস ব্যবহার করতেই পারেন। এই ফিচার ফোনের বর্তমান অবস্থান বলে দেবে। আপনি ফোন হারালে, স্মার্টফোনটি অন্য কারও হাতে পড়লে তা নিজে থেকেই লক হয়ে যাবে। সব ডেটাও মুছে যাবে। এই ফিচার্স খুলে রাখা অবস্থায় ফোন হারালেই, সুবিধা পাওয়া যাবে।  

কীভাবে করবেন

ফোনের সেটিং খুলবেন। গুগলের অপশনে ক্লিক করবেন। অল সার্ভিস বলে একটি ট্যাব আসবে। ওখানে এনাবল অপশনে ক্লিক করলেই টুগল সুইচ অন হয়ে যাবে। এই অপশন খোলা থাকলে, অন্য কোনও ডিভাইস থেকেই আপনার ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেনষ

কীভাবে লোকেশন ট্র্যাক করবেন

যে কোনও ওয়েব ব্রাউজার থেকে গুগল অ্যাকাউন্ট খুলবেন। স্মার্টফোনের সঙ্গে যে মেইল আইডি যোগ করা আছে, তা খুলতে হবে। ব্রাউজারে সব ডিভাইসের নাম দেখার অপশন আছে। স্মার্টওয়াচ ও ইয়ারবাডসও দেখতে পাবেন। ওই মেইল আইডি থেকে ফোন, স্মার্টওয়াচ বা ইয়ারবাডস হারালে তা ট্র্যাক করতে পারবেন। তবে হারানো ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকলে, তবেই লাইভ লোকেশন দেখতে পাবেন। সুইচ অফ থাকলে, শেষ লোকেশন দেখা যাবে। 

প্লে সাউন্ড ফিচার্স

ফোনের লোকেশন পাওয়া গেলেও, ফোনটি পাওয়া যায় না। সেক্ষেত্রেও 'প্লে সাউন্ড' বলে একটি ফিচার আছে। তা ব্যবহার করেও দেখতে পারেন। আর আপনি যদি মনে করেন, ফোন চুরি হয়েছে, ফোন রিমোটলি লক করে, পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করে দিতে পারেন। 

Mobile

Recommended For You

editorji | প্রযুক্তি

Android tips: স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?