বাড়িতে অনেক সময় ওয়াইফাই সিগন্যাল পাওয়া যায় না। যার ফলে অনেকেই সমস্যায় পড়েন। ব্যাঘাত ঘটে ইন্টারনেটের যাবতীয় কাজকর্মে। এবার সেই সমস্যা থেকে সমাধান সম্ভব। কারণ ব্যবহার করতে পারেন ওয়াইফাই এক্সটেন্ডার।
ওয়াইফাই এক্সটেন্ডার কী?
এটি মূলত ওয়াইফাইয়ের সিগন্যালের রেঞ্জ বৃদ্ধি করতে সহায়তা করে। ওয়াইফাই বুস্টার বা রিপিটার নামেও পরিচিত ওই ডিভাইস। বাড়ির যে কোনও স্থানে ওই ডিভাইস ইনস্টল করতে পারেন। সেক্ষেত্রে ইন্টারনেট স্পিড আরও বাড়বে। এবং যেকোনও WiFi এনেবল ডিভাইস এর সঙ্গে কানেক্ট করতে পারবেন।
কোন ব্র্যান্ডের এক্সটেন্ডার ব্যবহার করবেন?
সবথেকে পরিচিত WiFi এক্সটেন্ডর হল জিও মেশ। এছাড়াও নেটগিয়ার ও টিপি লিঙ্কের ওয়াইফাই এক্সটেন্ডর ব্যবহার করতে পারেন।
কীভাবে কানেক্ট করবেন?
সাধারণ ওয়াইফাইয়ের সঙ্গে ল্যান কেবল দিয়ে কানেক্ট করতে হবে WiFi এক্সটেন্ডরের। যার মাধ্যমে WiFi এর গতি বৃদ্ধি সম্ভব।