নগদ লেনদেনের পরিমাণ কমেছে অনেকটাই। পরিবর্তে বেড়েছে ডিজিট্যাল পেমেন্ট। আর তারজন্য অধিকাংশজনই ফোনে রাখছেন কোনও না কোনও UPI অ্য়াপ।
UPI অ্য়াপে যেমন সুবিধা রয়েছে তেমন একাধিক বিপদ রয়েছে। প্রতারকরা এখন UPI-কে হাতিয়ার করে ফাঁকা করে দিচ্ছে ব্যাঙ্কের অ্য়াকাউন্ট। কিন্তু সামান্য কয়েকটি বিষয় মাথায় রাখলেই UPI থাকবে সুরক্ষিত।
প্রথমত, নির্দিষ্ট সময় অন্তর UPI অ্য়াপের PIN পিনের পরিবর্তন করা উচিত। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রতি ১৫ দিন অন্তর UPI পিন পরিবর্তন করলে অ্যাপ সুরক্ষিত থাকবে।
দ্বিতীয়ত ফোনে অপরিচিত কোনও নম্বর থেকে অপ্রয়োজনীয় লিঙ্ক এলে সেখানে ক্লিক করার উচিত নয়। কারণ প্রতারকরা লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ম্যালওয়ার পাঠিয়ে দেয়। তার ফলে চুরি হতে পারে UPI অ্য়াপের গুরুত্বপূর্ণ তথ্য।
তৃতীয়ত, পেমেন্ট করার সময় QR কোডটি সঠিক কিনা যাচাই করে নেওয়া উচিত। কারণ কোনও কারণে ভুল QR কোড স্ক্যান করলে তাহলে ফোনের একাধিক তথ্য প্রতারকদের হাতে চলে যেতে পারে।