স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সিংহভাগেরই রয়েছে ফেসবুক অ্য়াকাউন্ট। বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি বিনোদনের জন্যও ফেসবুকের জুরি মেলা ভার। নিজের পছন্দ মতো ভিডিও কন্টেন্টের খনি বলা যেতে পারে মেটার এই প্ল্যাটফর্ম।
বর্তমানে অনেকেই অভিযোগ করেন, তাঁদের ফেসবুক অ্য়াকাউন্ট হ্যাক হয়েছে। এর ফলে গোপন তথ্য চুরি হওয়ার ভয় থাকে। সেকারণে চিন্তা বাড়ে। ফেসবুক অ্য়াকাউন্টে দুটি পরিবর্তন করলেই অ্য়াকাউন্ট থাকবে সুরক্ষিত।
পাসওয়ার্ডে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার-
ফেসবুক পাসওয়ার্ডে সর্বদা স্পেশাল ক্যারেক্টার রাখা দরকার। এবং কমপক্ষে ৯টি ক্যারেক্টারের পাসওয়ার্ড তৈরি করা প্রয়োজন। স্পেশাল ক্যারেক্টারে ক্যাপিটল লেটার, সংখ্যা রাখাও জরুরি।
অথন্টিকেটর অ্য়াপ ব্যবহার
ফেসবুকে সর্বদা অথন্টিকেটর অ্যাপ ব্যবহার করা দরকার। সেক্ষেত্রে হ্যাকিংয়ের সম্ভাবনা থাকে না।