বর্তমানে অতি গুরুত্বপূর্ণ ডিভাইস স্মার্টফোন। শুধু কথা বলা নয়, হাজার অনলাইন কাজের সমাধান সম্ভব মুঠোফোনের মাধ্যমেই। কিন্তু একটু ভুল করলেই বিপদ। মুহূর্তের মধ্যে আপনার অত্যন্ত গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। সেকারণে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার।
বায়োমেট্রিক ব্যবহার-
মোবাইল ফোনে অবশ্যই বায়োমেট্রিক সিকিউরিটি দিয়ে লক করে রাখা দরকার। এর ফলে আপনি ছাড়া ওই ফোনের লক কেউ খুলতে পারবে না।
পাবলিক ওয়াইফাই ব্যবহার বন্ধ-
কখনই পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না। কারণ হ্যাকারদের মূল টার্গেট থাকে পাবলিক ওয়াইফাই। সেখানে ফোন কানেক্ট হলেই সহজেই তথ্য চুরি হয়ে যেতে পারে।
অ্য়ান্টিভাইরাস ব্যবহার
অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্য়মে ম্যালওয়ার ফোনের মধ্যে ঢুকে যায়। সেগুলি তথ্য চুরি করে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে থাকে। সেকারণে ফোনে অ্য়ান্টিভাইরাস ব্যবহার করা দরকার।
লেটেস্ট সফ্টওয়ার ব্যবহার
প্রতিটি OS-এ নির্দিষ্ট সময় অন্তর আপডেট আসে। যেখানে বিভিন্ন সিকিউরিটি প্যাচ থাকে। তাই ফোনের সফ্টওয়ার সবসময় আপডেট রাখা জরুরি।