আপনি কি আই ফোন ব্যবহার করেন! কিন্তু উইন্ডোজের ডেস্কটপ বা ল্যাপটপে কীভাবে ফোনকে কানেক্ট করবেন, বুঝে উঠতে পারছেন না। আই ফোনের ছবি, ভিডিয়ো, মেসেজ, নোটিফিকেশন উইন্ডোজের ল্যাপটপে পেতে গেলে একটি অ্যাপেই সব সম্ভব। মাইক্রোসফটের বিল্ট ইন- ফোন লিঙ্ক অ্যাপ ব্যবহার করে আই ফোন সিঙ্ক করতে পারেন উইন্ডোজ ইলেভেনে। কিন্তু কীভাবে করবেন! জেনে নিন এই প্রতিবেদনে।
আপডেট করুন
প্রথমেই দেখে নিন আপনার ফোনটি সঠিকভাবে আপডেট আছে কিনা। না থাকলে আপডেট করে নিন। উইন্ডোজ ইলেভেনের সফটওয়ার আপডেট অপশন দেখে নিন। যদি না থাকে, সিস্টেম আপডেট করে নিন।
ফোন লিঙ্ক
মাইক্রোসফট স্টোরে গিয়ে ফোন লিঙ্ক অ্যাপ ডাউনলোড করতে হবে। স্টোর লাইব্রেরিতে গিয়ে অ্যাপটি লেটেস্ট ভার্সন আছে কিনা দেখে নেবেন।
ব্লু-টুথ
এরপর ফোনের ব্লু-টুথ অন করে নিতে হবে। পাশাপাশি উইন্ডোজ ইলেভেনেরও ব্লুৃটুথ অন তরতে হবে। এরপর ফোন লিঙ্ক অ্যাপটি খুলে ডিভাইস সিলেক্টে আইফোন বেছে নিতে হবে।
QR কোড
ফোন লিঙ্ক অ্যাপে এরপর একটি QR কোড আসবে। আই ফোনের ক্যামেরা খুলে ওই QR কোড স্ক্যান করে নিতে হবে। তা হলেই মোবাইল সিঙ্ক হয়ে যাবে আপনার উইন্ডোজ ইলেভেনে।
উইন্ডোজে ফোন সিঙ্ক
এরপরই ফোন লিঙ্ক অ্যাপের মাধ্যমে আপনার আই ফোনের মেসেজ, নোটিফিকেশন, চ্যাট, কল সবই দেখা যাবে। শুধু তাই নয়, এর মাধ্যমে আপনি উইন্ডোজ থেকে ফোনও করতে পারবেন। কন্টাক্ট নম্বরও এই অ্যাপে সিঙ্ক হয়ে যাবে।