বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে কথা বলার জন্য অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক মেসেঞ্জার। ফেসবুকের বন্ধুদের সঙ্গে খুব সহজেই গল্প করা সম্ভব এই চ্যাটিং অ্যাপে। কিন্তু অনেক সময় অপ্রিয় অনেক মেসেজের সম্মুখীন হতে হয়। সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ফেসবুক মেসেঞ্জারে যে কোনও ব্যক্তির চ্যাট মিউট করে রাখতে পারবেন। এর ফলে ওই ব্যক্তি মেসেজ করলেও ব্যবহারকারীর কাছে কোনও নোটিফিকেশন আসবে না। জেনে নিন কীভাবে মিউট করবেন কোনও চ্যাট-
প্রথমে ফেসবুক মেসেঞ্জার অন করুন। তারপর যে চ্যাট মিউট করতে চাইছেন তার উপর লং প্রেস করুন। হোল্ড করার পর একটি পপ-আপ ওপেন হবে। সেখানে মিউট অপশন সিলেক্ট হবে। এবার যত সময়ের জন্য মিউট করতে চাইছেন তা সিলেক্ট করুন।