গুগল অ্যাকাউন্টের সঙ্গে এখন জড়িয়ে অ্যানড্রয়েড একাধিক অ্যাকাউন্ট। একবার গুগল থেকে লগ আউট হলে ফোনে কাজই করা যায়। জি-মেল, গুগল পে, ইউটিউব, প্লে-স্টোর বন্ধ হয়ে যায় এই গুগল অ্য়াকাউন্ট না থাকলে। পাসওয়ার্ড ভুলে গেলে আর চিন্তা করার দরকার নেই। প্রম্পটের সাহায্যে আপনি সহজেই ফিরে পাবেন আপনার অ্য়াকাউন্ট।
প্রথমে গুগল অ্যাকাউন্টে যেতে হবে। যে জিমেইল আইডি লগ ইন করতে চান, সেই আইডিটা লিখতে হবে। এরপর, মোবাইল নম্বর বা জিমেইল অ্যাকাউন্ট লিখতে হবে। Forget Password অপশনে গিয়ে ক্লিক করতে হবে। মোবাইল নম্বর ফোনে থাকলে নোটিফিকেশন আসবে। লেখা থাকহবে, Yes, It;s Me। সঙ্গে নোটিফিকেশনের একটা নম্বর থাকবে। সেখানে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে।