আপনি কি ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? তাহলে একটি বিষয় আপনার আতঙ্কের কারণ হতে পারে। জানেন কি এই দুই প্ল্যাটফর্ম আপনার ফোন বা ল্যাপটপের সার্চ হিস্ট্রির উপর নজর রাখছে। অর্থাৎ, আপনি ফোনে কোন কোন অ্য়াপ খুলছেন, কোন কোন ওয়েবসাইট ভিজিট করছেন তা নজরে রেখে চলেছে Meta-র এই প্ল্যাটফর্মদুটি। যার ভিত্তিতে আপনার কাছে কন্টেন্ট রেকমেন্ডেশন করে এই সোশ্যাল মিডিয়াগুলি।
অ্যাপে একটি সামান্য পরিবর্তন করে এই নজরদারি বন্ধ করতে পারেন। ফেসবুকের সেটিং অপশনে গিয়ে Off Facebook Activity-তে ক্লিক করুন। আর তারপর Manage Your Off-Facebook Activity অপশনে ট্যাপ করুন এবং Manage Future Activity-তে ক্লিক করুন। এরসঙ্গে ‘Future Off-Facebook Activity’ অপশনে ক্লিক করলেই হবে। তাহলেই একইভাবে ইনস্টাগ্রাম থেকেও এই কাজটি করতে পারবেন।
এই অ্যাক্টিভিটিগুলি বন্ধ করলে ফেসবুক আপনার ফোনের উপর নজরদারি চালানো বন্ধ করবে। তবে সেক্ষেত্রে নিজের পছন্দের রেকমেন্ডেশন পেতে সমস্যা হতে পারে।