বিদেশ থেকে ভারতে টাকা পাঠানোর অসুবিধা আর নেই। এবার আর UPI টাকা পাঠানোর জন্য কোনও ভারতীয় ফোন নম্বরও লাগবে না। প্রবাসী গ্রাহকদের জন্য নতুন পরিষেবা আনতে চলেছে ICICI ব্যাঙ্ক। আন্তর্জাতিক নম্বর থেকেও ভারতের UPI পে-মেন্ট করা যাবে।
ICICI ব্যাঙ্ক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "এই পরিষেবার মাধ্যমে প্রবাসী গ্রাহকরা বিল, কেনাকাটি বা অনলাইন পেমেন্ট করতে পারবেন। এ ক্ষেত্রে তাদের আন্তর্জাতিক নম্বর ব্যবহার করেই এই কাজ করতে পারবেন।" ব্যাঙ্কের বিবৃতির মাধ্যমে জানা গিয়েছে, আই মোবাইল অ্যাপের মাধ্যমেই এই পরিষেবা ব্যবহার করা যাবে।
এতদিন পর্যন্ত, ICICI ব্যাঙ্কের আন্তর্জাতিক গ্রাহকদের UPI পে-মেন্ট করতে গেলে ভারতীয় মোবাইল নম্বরে রেজিস্টার করতে হত। আমেরিকা, গ্রেট ব্রিটেন, আরব আমিরশাহি, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ওমান, কাতার, সৌদি আরবের মতো দেশে বসবাসকারী প্রবাসীদের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক ছিল। এবার যে কোনও আন্তর্জাতিক ফোন নম্বর থেকেই আই মোবাইল অ্যাপের মাধ্যমে UPI পে-মেন্ট করা যাবে।