এবার অ্য়াপল ব্যবহারকারীদের কাছে বিশেষ সতর্কবার্তা পাঠাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, অ্য়াপলের যে কোনও ডিভাইসে আক্রমণ চালাতে পারে হ্যাকাররা।
শুধুমাত্র আইফোন নয়, ম্যাকবুকেও হামলা চালাতে পারে হ্যাকাররা। এমনকি তাদের হামলার হাত থেকে বাদ যাবে না অ্যাপল ওয়াচ এবং আইপ্যাডও। এর পাশাপাশি দেশের একাধিক সাইবার সিকিউরিটি এজেন্সিও এবিষয়ে সতর্ক করেছে।
এবিষয়ে একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে। যাঁরা iOS এর পুরনো ভার্সন ব্যবহার করছেন তাঁদের অতি দ্রুত সফ্টওয়ার আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কোনও অপরিচিত নম্বর থেকে পাঠানো লিঙ্কে ক্লিক না করার নির্দেশ দেওয়া হয়েছে।