অনলাইনের সিংহভাগ কাজকর্ম এখন স্মার্টফোনে মিটে যায়। কিন্তু তারপরেও প্রয়োজন ল্যাপটপ। কারণ এমন কিছু সফ্টওয়ার বা টুলস রয়েছে যেগুলি শুধুমাত্র ল্যাপটপেই ব্যবহার করা সম্ভব। ফলে অল্প কিছু কাজকর্মের জন্য অনেকেই খোঁজ করেন কম দামের ল্যাপটপ। এমনই একটি ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে ইনফিনিক্স।
মাত্র ২৭ হাজার ৪৯০টাকা দামের এই ল্যাপটপটি রয়েছে 1TB SSD। ইনটেল কোর প্রসেসর দেওয়া হয়েছে। ফলে যেকোনও ভারী সফ্টওয়ার বা অ্য়াপ চালাতে কোনও সমস্যা হবে না। পাশপাশি মাল্টিটাস্কিংয়ের জন্যও উপযুক্ত। ৮ GB RAM দেওয়া হয়েছে। মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে ল্যাপটপটি লঞ্চ করা হয়েছে।
এদিকে ফ্লিপকার্ট এবং অফলাইনেও ল্যাপটপটিতে অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। প্রায় ২০০০ টাকা ছাড় পাবেন ব্যবহারকারীরা। EMI এর মাধ্যমেও ল্যাপটপটি কিনতে পারবেন ব্যবহারকারীরা।