Instagram New Features: এবার প্রোফাইল কার্ড আনল ইনস্টাগ্রাম, কোন ব্যবহারকারীরা পেতে চলেছেন এই সুবিধা!

Updated : Oct 17, 2024 08:57
|
Editorji News Desk

এবার ইনস্টাগ্রামে এল নতুন ফিচার্স। এবার ব্যবহারকারীরা দিতে পারবেন প্রোফাইল কার্ড। বিষয়টি কেমন হবে! যেমন বিজনেস কার্ড দেখতে হয়, তেমনই হবে এই প্রোফাইল কার্ড। ইনস্টাগ্রামে যারা ব্যবসা করেন, সেই সব ব্যবহারকারীদের জন্য এটা দারুণ সুযোগ। ইনস্টাগ্রামই নাম, প্রোফাইল আইডি, কিউ আর কোড, বায়ো, সবই থাকবে সেই কার্ডে। ক্রিয়েটার, বিজনেস ওনার, সাধারণ ব্যবহারকারী- সবাই এই সুবিধা পাবেন। 

ইনস্টাগ্রামে প্রোফাইল কার্ডে দুটি পিঠ থাকবে। ব্যবহারকারীরা এই কার্ডে বিভিন্ন তথ্য থাকবে। শুধু তাই নয়, এই কার্ডে মিউজিক ট্র্যাক, ক্রিয়েটিভ জিনিস, সবই শেয়ার করা যাবে। নিজের পার্সোনালিটি শেয়ার করা যাবে। কার্ডের অন্যদিকে  কিউআর কোর্ড থাকছে। কোড শেয়ার করলে যে কোনও ডিভাইস থেকে ইনস্টাগ্রামের প্রোফাইলে ঢুকে যাবে। পেশাদার ইনস্টাগ্রাম ক্রিয়েটার ও সাধারণ ব্যবহারকারীদের জন্য এই কার্ড অনেকটাই সুবিধা হবে। ফলোয়ার্সদের সঙ্গে যোগাযোগ করাও সহজ হবে। 

টেক ক্রাঞ্চে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইনস্টাগ্রামের জেন জি-দের জন্য এই প্রোফাইল কার্ড ফিচার্স এনেছে মেটা। মেটা একটি সমীক্ষা করে জানিয়েছে, জেন জির অধিকাংশ ব্যবহারকারী ইনফ্লুয়েন্সর হতে চান। তাই তাঁদের কাজকে আরও প্রেরণা দিতেই এই ফিচার্স এনেছে মেটা। 

এই প্রোফাইল কার্ড কাস্টমাইজও করা যাবে। শেয়ার প্রোফাইল ট্যাবে যেতে হবে। ওখানেই বিজনেস কার্ড কাস্টমাইজ করার অপশন দিয়েছে মেটা। এডিট শেষ হলেই আপনি প্রোফাইলটি ইনস্টাগ্রাম ও অন্য প্ল্যাটফর্মেও শেয়ার করা যাবে। স্টোরি হিসেবে সেভ করাও যাবে।    

২০১৮ সাল থেকেই প্রোফাইলে কিউআর কোড শেয়ার অপশন এনেছে ইনস্টাগ্রাম। প্রোফাইল কার্ড ফিচার্স নতুন দিক খুলে দেবে বলে জানিয়েছে মেটা। বিশ্বের সব প্রান্তের ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। একটি প্রেস রিলিজে ইনস্টাগ্রাম জানিয়েছে, প্রোফাইল কার্ড অনেকরকম ভাবে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।  

কী কী সুবিধা পাওয়া যাবে

এই প্রোফাইল কার্ডের মাধ্যমে ফলোয়ার্স ও অন্য বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

প্রোফাইল কার্ডের মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন ক্রিয়েটাররা। 

প্রোফাইল কার্ডের সাহায্যে ক্রিয়েটিভ কোলাবও করা যাবে

প্রোফাইলের নতুন বন্ধুদের জন্য কোনও মেসেজও এই কার্ডের মাধ্যমে দিতে পারবেন।

Instagram

Recommended For You

editorji | প্রযুক্তি

Android tips: স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?