কোনও ঠিকানা পাঠাতে হবে! হোয়াটসঅ্যাপ চ্যাটে এক মুহূর্তে শেয়ার করা যায় লাইভ লোকেশন। এবার রিয়েল টাইম লোকেশন দেখা যাবে ইনস্টাগ্রামেও। দ্য ভার্জের রিপোর্ট থেকে জানা গিয়েছে, চলতি বছরের শুরু থেকেই মেটা এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে। ইনস্টাগ্রামে এই সুবিধা আনা হবে। বর্তমানে লাইভ টেস্টিং চলছে এই লোকেশন নিয়ে কাজ। যার নাম দেওয়া হয়েছে 'ফ্রেন্ডস ম্যাপ'।
কীভাবে এই ম্যাপ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ইন্সটাগ্রামে গিয়ে যে কোনও পোস্ট বা স্টোরি শেয়ার করার সময়ই এই লাইভ লোকেশনের অপশন থাকছে। বর্তমানে কেউ কোথায় আছেন, তা বন্ধুদের জানাতে পারবেন ব্যবহারকারীরা। লোকেশন ট্যাগ করলেই তা জানতে পারবেন আপনার কাছের বন্ধুরা। লোকেশন বা নির্দিষ্ট জায়গার নিচে নোট লেখারও অপশন দিচ্ছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীরা মনে করছেন, এর ফলে আরও বেশি এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করবে।
স্ন্যাপচ্যাটে এই সুবিধা আছে। যার নাম স্ন্য়াপম্যাপ। সেই পথেই কিন্তু হাঁটতে চাইছে এবার মেটার প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই সুবিধার অন্যতম বাধা হয়ে উঠতে পারে প্রাইভেসি। লাইভ লোকেশনে ভুল করে অন্য কাউকে ভুল করে ট্যাগ করলে পরিকল্পনা নষ্ট হতে পারে। তবে স্ন্যাপচ্যাট ও টিকটকের সঙ্গে পাল্লা দিতেই ফ্রেন্ডস অ্যাপ আনা হবে। এই বছরের শেষের দিকেই সব ব্যবহারকারীদের এই উপহার দিতে পারে ইনস্টাগ্রাম।