ছবি তোলা হোক বা রিলস তৈরি। সবার পছন্দ এখন আইফোন। কিন্তু অতিরিক্ত দামের জন্য অনেকেই কিনতে পারেন না। তবে এবার প্রেম দিবসে আইফোন কেনার সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে iPhone 15 মডেলের উপর প্রচুর ছাড়ের ঘোষণা করা হয়েছে। মাত্র ৪০ হাজার টাকায় মিলতে পারে আপনার পছন্দের স্মার্টফোন।
কত টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে?
লঞ্চের সময় iPhone 15 এর দাম ৭৯,৯০০টাকা ছিল। যদিও অফার ছাড়া ফোনটির ফ্লিপকার্টে দাম ৬৫ হাজার ৯৯৯টাকা। এরপর HDFC ব্যাঙ্কের কার্ডে ছাড় পাওয়া যাবে ২০০০টাকা। এবং সর্বাধিক ৫৪ হাজার ৯৯০টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ছাড় পাওয়া যাবে। সব ছাড় মিলিয়ে ৪০ হাজার টাকায় মিলতে পারে iPhone 15।
স্পেশিফিকেশন
হাই এন্ড স্পেশিফিকেশনের এই ফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে। এছাড়াও IP68 সার্টিফিকেশন রয়েছে। ফলে জল এবং ধুলো থেকে সম্পূর্ণ রক্ষা পাওয়া যাবে।
ফ্ল্যাগশিপ এই ফোনটিতে রয়েছে A16 বায়োনিক চিপসেট। 48 মেগাপিক্সেল ওয়াইড অ্য়াঙ্গেল লেন্স ছাড়াও ১২ মেগাপিক্সেলের আলট্রা উয়াইড সেন্সর দেওয়া হয়েছে।