স্মার্টফোন ব্যবহারকারী প্রতেকেরই কমবেশি পছন্দের তালিকায় রয়েছে Apple iPhone। কিন্তু অত্যধিক দামের জন্য এই প্রিমিয়াম ব্র্যান্ডের ফোনটি কিনতে দুবার ভাবেন অনেকেই। এবার এক ধাক্কায় প্রায় ৩০০০ টাকা দাম কমতে চলেছে iPhone 15 সিরিজের মডেলগুলিতে।
এই অফার পাওয়া যাবে শুধুমাত্র বিজয় সেলস ই-কমার্স প্ল্যাটফর্মে। তাদের তরফে জানানো হয়েছে ৩১ ডিসেম্বর থেকে এই সেল শুরু হয়েছে। চলবে ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত ছাড় দেওয়া হবে।
বিজয় সেলস ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী iPhone 15 Pro মডেলটি পাওয়া যাবে ১ লাখ ২২ হাজার ৯০০ টাকায়। এবং iPhone 15 মডেলটির দাম রাখা হয়েছে ৬৬ হাজার ৯৯০ টাকা।
শুধু যে iPhone 15 মডেলের উপর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এমনটা নয়। iPhone 13 মডেলগুলির উপরেও এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ডিসকাউন্ট দেওয়া হবে। একই সঙ্গে iPad Air, iPad Pro-র একাধিক ভ্যারিয়েন্টের উপর ডিসকাউন্ট রাখা হয়েছে।