চাঁদের মাটিতে গোল গোল করে ঘুরছে প্রজ্ঞান। কিন্তু কেন ? বৃহস্পতিবার ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো যে ভিডিও পোস্ট করেছে, তাতে এই ছবিই ধরা পড়েছে। প্রথম একপাক, পরে আরেক পাক। এভাবেই চাঁদের মাটিতে ঘুরছে প্রজ্ঞান। ইসরো জানিয়েছে, তাদের বেঙ্গালুরু দফতর থেকেই রোভার প্রজ্ঞানকে এভাবে ঘোরানো হয়েছে।
এর আগে চাঁদের মাটিতে প্রজ্ঞানকে দেখা গিয়েছিল নানা রূপে। কখনও হাঁটছে, কখনও ছবি তুলছে। কিন্তু ইসরোর নতুন ভিডিও দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ইসরোর জানিয়েছে, নিরাপদ পথ খুঁজতেই এ ভাবে ঘুরছে প্রজ্ঞান। খুব কাছেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ল্যান্ডার বিক্রমকে।
আরও পড়ুন : চন্দ্র অভিযানের সেরা ছবি, কী আছে সেই ছবিতে! শেয়ার করল ISRO
এই ভিডিওর সঙ্গে ইসরো লিখছে, চাঁদ মামাকে সামনে পেয়ে তার সঙ্গে খেলে বেড়াচ্ছে কোনও শিশু। আর তা দূর থেকে উপভোগ করছেন মা। গত ২৩ অগাস্ট ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন মাত্রা যোগ করেছেন ইসরোর বিজ্ঞানীরা।